অভিন্ন অধিকার
……..আবদুর রহিম
মানুষের ভেতরে কিসের জাতিত্ব!
মানুষের ভেতরে তারচে অধিক চাই জ্ঞাতিত্ব।
বোধের গহীন থেকে জেগে উঠুক-
তোমার জন্য আমি,
আমার জন্য তুমি।
পৃথিবীর একটি সূর্য ই আলোকিত করে
তোমার জনপদ,
আমার জনপদ।
যে শষ্যে তোমার রসদ,
সে শষ্যে আমার রসদ।
যে তন্তুতে বুনন তোমার আভরণ,
সে তন্তুতে বুনন আমার আভরণ।
পৃথিবীর তিনভাগ জলে যতটুকু অধিকার আমার,
পৃথিবীর তিনভাগ জলে ততটুকু অধিকার তোমার।
শ্বাসে প্রশ্বাসে জীবন অনুভূতির কোনো ভিন্ন বায়ু মন্ডল নেই তোমার আমার।
মানুষের একটিই আসমান;
যে আসমানে জমে না ভিন্ন কোনো মেঘ তোমার জন্যে আলাদা কোনো বৃষ্টি হবে বলে।
মানুষের একটিই জমিন-
যে জমিনে ফলে না ভিন্ন কোনো ফল, তোমার জন্যে আলাদা কোনো পুষ্টি দেবে বলে।
মানুষের পৃথিবীতে
ভিন্ন সময়াবদ্ধ কোনো দিন নেই,
ভিন্ন সময়াবদ্ধ কোনো রাত নেই।
তবুও মানুষ নিজস্বতায় কত করে বড়াই!
তবুও মানুষ স্ব-সত্তায় স্বত্ববান হতে কত করে লড়াই!
বোধের গহীন থেকে জেগে উঠুক-
বিশ্বরঙিন পৃথিবীর যতটুকু অধিকার তোমার,
বিশ্বরঙিন পৃথিবীর ততটুকু অধিকার আমার।
উচ্চবিত্তের মানুষ,
মধ্যবিত্তের মানুষ,
নিম্নবিত্তের মানুষ,
সকল মানুষের আয়ূষ্কাল অনধিক শতাব্দীকাল।
সকল মানুষের কাছে অজানা তার মহাকাল।
উচ্চবিত্তের মানুষ,
মধ্যবিত্তের মানুষ,
নিম্নবিত্তের মানুষ;
সকলের বসতি এক পৃথিবীর মৌলিক স্থলে।
শ্বেতাঙ্গ, শ্যামাঙ্গ, কৃষ্ণাঙ্গ,
সকল মানুষের তৃষ্ণা মেটে পৃথিবীর মৌলিক জলে।
উচ্চবিত্তের মানুষ,
মধ্য বিত্তের মানুষ,
নিম্নবিত্তের মানুষ;
সকলের ক্ষুধা মেটে পৃথিবীর বুক ফলিত শষ্যে।
সকলেই গ্রহণ করে পৃথিবীর বাঁধাহীন অভিন্ন বায়ূ।
সকলেরই বিচরণ এক পৃথিবীর সীমানাহীন আকাশে।
হতে পারে ধর্মে ভিন্ন,
হতে পারে রূপ-রঙে ভিন্ন,
হতে পারে ভাষায় ভিন্ন
মানুষ কেবলই মানুষ, জাত-কূলে অভিন্ন।
ইউরোপ এশিয়া, আমেরিকা থেকে রাশিয়া
সকল পৃথিবীবাসি উদ্ভাসিত হয় এক সূর্যের সূর্যকরে।
সকল মানুষের রাতরঙ অন্ধকার,
সকল মানুষের দিনরঙ রৌদ্রকরোজ্জ্বল।
মানুষের অভিন্ন অধিকারে বোধের গহীন থেকে জেগে উঠুক সাম্যের জ্ঞান।
রচিত হোক সাম্যের জয়গান।
#কবিতা
আবদুর রহিম
রচনাকাল : ৭.১.২০১৯