মিজানুর রহমান মিজান। ডেইলি টেকনাফ ডটকম
সাবরাং আছার বনিয়ার দরিদ্র কৃষক মৃত কবির আহমদ ও মাতা মৃত রশিদা বেগমের মেয়ে টিউমার আক্রান্ত অসুস্থ ছেনোয়ারা বেগমের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দান করেছেন টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম।শনিবার ২৬ ডিসেম্বর সকালে ডেইলি টেকনাফের তূলে ধরা এক প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃষ্টিগোচর হলে তিনি যোগাযোগ করে এ টাকা দান করেন।
গত চার বছর থেকে টিউমারে আক্রান্ত অসুস্থ ছেনোয়ারা জন্মের তিন মাসেই বাবা এবং চার মাসেই হারান মাকে।দরিদ্রতার কঠুর বাস্তবতায় অভাব অনটন আর দুঃখে বেড়ে উঠা ছেনোয়ারার ভরন পোষনের দায়িত্ব নেন তার ভাই করিম উল্লাহ।গত কয়েকদিন আগে করিম উল্লাহ রোড এক্সিডেন্টে পঙ্গু হয়ে গেলে তাদের জীবনে নতুন করে নেমে আসে অনিশ্চয়তার ঘূর অন্ধকার।
ইতিমধ্যে চিকিৎসাও বন্ধ হয়ে যায়,চিকিৎসকেরা উন্নত চিকিৎসা করাতে চট্টগ্রামে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পরামর্শ দিলেও তা আর সম্ভব হয়ে উঠেনা।কাজেই নিজের জীবন বাচিয়ে দুইটি শিশুর অনাগত ভবিষ্যতের কথা ভেবে এলাকার সাবেক মেম্বার শব্বির আহমদের সহোগিতায় ডেইলি টেকনাফ ডটকমকে জানালে একটি ভিডিও প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে।টেকনাফ পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের মানবিক সহযোগিতায় এই প্রতিবেদনটি দানবীর পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামের দৃষ্টিগোচর হলে আজ ২৭ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১২ টায় পৌরসভায় এ দানকৃত টাকা অসুস্থ ছেনোয়ার হাতে তূলে দেয়া হয়।
অসুস্থ ছেনোয়ারা পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামের মহানুভবতা দেখে দানকৃত টাকা হাতে নিয়ে মহান আল্লাহ্ দরবারে শুকরিয়া ও দোয়া করেন।এ ঘঠনায় সংশ্লিষ্ট গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেনীর লোকজন এমন মানবিক সাহায্যের প্রশংসা ও আল্লাহ্ দরবারে দোয়া প্রার্থনা করেন।