নিউজ ডেস্ক ::ডেঙ্গু প্রতিরোধ ও জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসন ব্যতিক্রম ধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। আগামী বৃহস্পতিবার ৮ আগষ্ট পুরো কক্সবাজার জেলার আটটি উপজেলা ও ৪টি পৌরসভার সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, সংস্থা, শিক্ষা, ধর্মীয়, সাংস্কৃতিক, ক্রীড়া, জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান, গৃহস্থালির আঙ্গিনা, চাদ, বেলকনি, বাড়ির চারিপাশ, রাস্তাঘাট, হাটবাজারে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকেল ৫ পর্যন্ত এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে।
বৃহস্পতিবার সবাইকে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিশ মশা নিধন করার লক্ষে উক্ত ক্রাশ প্রোগামে অংশ নিয়ে ডেঙ্গু রোগ প্রতিরোধে সরকারের কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ার জন্য কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এবিষয়ে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সর্বসাধারণের জন্য এক বিশেষ বিজ্ঞপ্তি জারী করেছেন এবং পাইকে প্রচারও করা হচ্ছে।