নিউজ ডেস্কঃ২৭ জুন গভীর রাতে টেকনাফ ২ বিজিবি অধীনস্থ দমদমিয়া বিওপি,র দায়িত্বপূর্ণ নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে ওমর খাল দিয়ে একটি ইয়াবার বড় চালান মায়ানমার থেকে প্রবেশ করতে পারে সংবাদ পাই।
উক্ত সংবাদের ভিত্তিতে মেজর মোঃ রুবাইয়াৎ কবীর ,অতি : পরিচালক(অপারেশন) টেকনাফ ২বিজিবির নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওমর খাল এলাকায় দ্রুত গমন করে।
উক্ত ইয়াবা প্রচারকারী রা টহল দলের উপস্থিতি লক্ষ্য করে ওমর খালের অপর পাশে অন্ধকারে দ্রুত দৌড়ে কেওড়া বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায় ।
পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান চালিয়ে ৩ কোটি টাকার ১ লক্ষ্য পিচ ইয়াবা ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
এ সময় কোন ইয়াবা প্রচারকারী কে আটক করতে সম্ভব হয়নি বলে জানান মেজর মোঃ রুবাইয়াৎ কবীর ,অতি : পরিচালক (অপারেশন) টেকনাফ২ বিজিবি।
সুত্রঃ সংবাদ টেকনাফ