মিজানুর রহমান মিজান।ডেইলি টেকনাফ।
গত ১৬ ডিসেম্বর দুইবারের সাবেক সরকার দলীয় এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি সিআইপি’র সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন টেকনাফ উপজেলার প্রত্যান্ত অঞ্চলের সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসিদের সামাজিক ও উন্নয়নমু সংগঠন টেকনাফ সমিতি-ইউএই’র সভাপতি, বিশিষ্ট আরবি সাহিত্যিক ও ফেকাহবিদ, দুবাই ঈমাম আবু হানিফা রিচার্স সেন্টারের আরবি প্রভাষক, চট্টগ্রাম সমিতি-ইউএই’র উপদেষ্টা ও আলেমে দ্বীন আলহাজ¦ মাওলানা আব্দুস সালাম সাঈয়্যিদ করিম। এসময় এমপি বদি সমিতি’র উন্নয়ন কর্মসূচী ও কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং যে কোন সময়ে টেকনাফ সমিতি- ইউএই’র পাশে থাকার আশ্বাস দেন। নেতৃবৃন্দ টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা অব্যাহত রাখায় ফুলেল শুভেচ্ছা জানান।
উক্ত সাক্ষাৎ অনুষ্টানে অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন-টেকনাফ সমিতি’র সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ উল্লাহ, উপদেষ্টা সদস্য জাফর আমির, নুরুল আলম, সদস্য হোসাইন আহমদ,টেকনাফ বাজার সমিটির মোহাম্মদ আলমগীর ও আয়ুব প্রমূখ।