ডেইলি টেকনাফ ডেস্কঃ-
খেলোয়াড় পরিচয়ের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মাশরাফি বিন মর্তুজার রাজনৈতিক পরিচয়। একটি বৃহৎ রাজনৈতিক দলের হয়ে ভোটের রাজনীতিতে নামছেন তিনি। এমন সিদ্ধান্তে দেশজুড়ে তার ভক্তদের মাঝে স্পষ্ট বিভক্তি দেখা দিয়েছে। তাকে যারা এতদিন আদর্শ ভাবতো, তারাই এখন তার সমালোচনায় মুখর। তিনি নিজেও বিষয়টি সম্পর্কে ভালোভাবেই ওয়াকিবহাল। তবে নিজেকে এখনো আদর্শ ভাবতে নারাজ টাইগার ওয়ানডের এই দলপতি।
আজ মঙ্গলবার (৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে হাজির হয়ে একথা বলেন মাশরাফি। নির্বাচন নিয়ে এটাই তার শেষবারের মতো সংবাদ সম্মেলন। এরপর আগামী ওয়ানডে সিরিজ পর্যন্ত শুধুই খেলা নিয়ে ভাবতে চান তিনি।
মাশরাফিকে ভালোবাসে না এমন ক্রিকেটভক্ত বাংলাদেশে খুঁজে পাওয়া দুর্লভ। তার খেলা আর নেতৃত্বের গুণমুগ্ধ এদেশের সব বয়সের ক্রিকেট পাগল মানুষ। মাঠে তার বুক চিতিয়ে লড়াইয়ে বহু জয় ছিনিয়ে এনেছে টাইগাররা। কিন্তু এমন তুমুল জনপ্রিয় ক্রিকেটারের রাজনীতিতে নাম লেখানো নিয়ে সমর্থকদের মধ্যে স্পষ্ট বিভক্তি চোখে পড়ছে। তাকে নিয়ে ভক্তদের যে তুমুল উচ্ছ্বাস ছিল তাতেও যেন কিছুটা ভাটার টান পড়েছে। এমনকি যেসব ক্রিকেটভক্ত তাকে আদর্শ হিসেবে মানতো, তারাও এখন দ্বিধান্বিত। কিন্তু যাকে নিয়ে এত হইচই সেই মাশরাফি নিজেকে এখনো আদর্শ মানছেন না।
‘আমি এখনো আদর্শ হইনি। আমি কাজ করার পর দেখব কী হয়। আপনারা দেখবেন। ভালো কাজ করলে একটা ভালো প্রভাব পড়তে পারে।’ নির্বাচনে আসা নিয়ে বাড়তি কোনো পরিকল্পনাও করেননি মাশরাফি। বরং তার পুরো মনোযোগ এখন আসন্ন ওয়ানডে সিরিজে।
‘আমি এখনো পুরোপুরি খেলায় আছি। আমার একটা শক্তি আছে, যখন যে কাজটা করি সেটা মন দিয়ে করতে পারি। এটাই আমার শক্তি। আমি এখন খেলা নিয়ে ভাবছি। খেলা শেষ করে যখন যাব তখন পুরোপুরি মন দেব।’
এদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে মাশরাফির নেতৃত্বেই খেলবে বাংলাদেশ। শেরে বাংলা স্টেডিয়ামে আগামী ৯ ডিসেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে এই দু’দল।