বিশেষ প্রতিবেদকঃ
বাংলা সংগীতের দিকনির্দেশক,গীতিকার,সুরকার ও সংগীত পরিচালক হাজারো সুরের প্রান আহমেদ ইমতিয়াজ বুলবুল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন টেকনাফের সংগীত ভূবনের প্রথম জনপ্রিয় কন্ঠশিল্পী দরিয়ার মিজান।
বুলবুল স্যারের স্মৃতিচারণ করতে গিয়ে দরিয়ার মিজান যে কথাগুলো বলেছেন তা তূলে ধরলাম।
“আমি জায়গা কিনব কিনব বলে
পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ী।।
সে বাড়ীতে ডুকার পরে
সবার সাথে
হয়ে গেলো আড়ী”
—আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে
রুত্তুর রুত্তুর রুত্তুর শানাই বাজিয়ে।।
যাব তোমায় শশুর বাড়ী নিয়ে।।
সত্যিই মানুষের শেষ গাড়ীর বউ কিংবা যাত্রী হয়ে খরিদ বিহীন জায়গায় চিরদিনের জন্য রঙ্গের পৃথিবী থেকে সবাইকে কাদিয়ে চলে গেলেন চীর অমর, বাংলা সংগিতের গ্রেডবীম ম্যাজিক মিউজিক মেকার
আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার।
কি বোর্ড নিয়ে আমার ব্যাক্তিগত স্টুডিওতে বসতেই পারছিনা কিছুতেই,
পিয়ানো মোডে কি তে আঙ্গুল দিয়ে কিছুক্ষণ ফিঙ্গারিং করে দেখলাম বার বার একটা টিউনই চলে আসে…
আমি জায়গা কিনব কিনব বলে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ী।
পাহ্নপথ ঢাকায় টিংকু আজিজুর রহমান ভাই-জেমসের পাগলা হাওয়া গানের ডিরেক্টর,ওনার স্টুডিওতে শ্রদ্ধেয় বুলবুল স্যারের কদম ছোঁয়ার সুযোগ হয়েছিল।সাথে আজম ভাই আরেকটা এলবাম এর মিউজিক ডিরেকশন নিয়ে কথা বলতে গিয়েছিলাম, পরবর্তীতে তা ইব্রাহীম ভাইয়ের অকাল মৃত্যুতে রিলিজ করিনাই।আমি অবাক হয়ে তাকিয়ে ছিলাম বুলবুল স্যার এত নম্র,বিনয়ী নিরহংকার একজন মানুষ।বাংলা গান কে এক নতুন আমেজে সুরের যাদুতে মধুময় করে শ্রোতাদের অন্তরে জায়গা করে নিয়েছিলেন কালজয়ী মিউজিশিয়ান।
গীটার কি’বোর্ড,সেক্সোফোন,কংগ,তবলা সহ সব বাদ্যযন্ত্রে হাত পাকা ছিলেন স্যারের।
লিখতে গেলে শেষ হবেনা এই সংগীতের মহারত্নের কথা,পরিশেষে এই গানটা গাইতে গাইতে লিখলাম-
আমার হ্নদয় একটা আয়না
সে আয়নায় তোমার মুখটা ছাড়া কিছুই দেখা যাইনা।।
মিজানুর রহমান মিজান
দরিয়ার মিজান
২৩জানুয়ারি ২০১৯ইং।টেকনাফ,কক্সবাজার।