1. engg.robel.seo@gmail.com : DAILY TEKNAF : DAILY TEKNAF
  2. bandhusheramizan@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. engg.robel@gmail.com : The Daily Teknaf News : Daily Teknaf
শনিবার, ১১ জুলাই ২০২০, ০১:২৫ অপরাহ্ন

উখিয়া’টেকনাফ ও দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি বদি ওশাহীন আক্তার বদি এমপি

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুন, ২০১৯
মিজানুর রহমান মিজান, টেকনাফ।মূসলিম উম্মার বৃহত্তম খুশির উৎসব পবিত্র ঈদুল ফিতর। সিয়াম সাধনার মধ্য দিয়ে আত্মশুদ্ধির পবিত্র রমজানের পর বাঙ্গালীর ঘরে ঘরে প্রতিজনে নিয়ে এলো ঈদের খুশির বার্তা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উখিয়া-টেকনাফসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নবম ও দশম জাতীয় (সাবেক)সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি(সিআইপি)ও বর্তমান সাংসদ শাহিন আক্তার চৌধুরী বদি এমপি।

ঈদের শুভেচ্ছায় সাবেক ও বর্তমান দুই সফল সাংসদ দেশবাসী ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। শাহিন আক্তার চৌধুরী বদি এমপি এক বিবৃতিতে বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতি বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।উখিয়া টেকনাফ তথা দেশবাসির প্রতিটি মানুষের জীবন রাঙ্গিয়ে তূলুক ঈদের আনন্দে। আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি(সাবেক)ও সহধর্মিনী বর্তমান  এমপি শাহিন আক্তার চৌধুরী দেশবাসীর সার্বিক শান্তি সাফল্য ও কল্যাণ কামনা করেছেন।

আপনার মতামত দিন।

আপনার মন্তব্য দিন
এ জাতীয় আরো খবর..