নিউজ ডেস্ক :: অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীকে উন্নত চিকিৎসার জন্য বিশেষ বিমানে ঢাকায় নেওয়া হচ্ছে। তাঁর দ্রুত রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করেন।
৯ সেপ্টেম্বর (বুধবার) দুপুর দেড়টায় কক্সবাজার বিমান বন্দর হতে বাংলাদেশ নভো এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় নেওয়া হচ্ছে। ঢাকায় বসুন্ধরা এপোলো হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে।
উল্লেখ্য , গত ৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টারদিকে উখিয়া টেকনাফের সাবেক সাংসদ,বর্তমান টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী (৭৮) নিজ বাড়িতে ব্যথা ও ডায়াবেটিসজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালের ৫০৪নং কেবিনে বিশেষ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিল। আরো উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় প্রেরণ করা হয়।
এই রাজনৈতিক ও সাবেক জননেতার রোগমুক্তির কামনার জন্য পরিবারের পক্ষ সকলের নিকট দোয়া কামনা করেছেন।