একটি ভাষণ
সন্তোষ কুমার শীল
******************
একটি ভাষণ, একটি কবিতা
একটি স্বাধীন দেশ
তাই সে ভাষণ স্তব্ধ হবেনা
থাকবেই তার রেশ।
ভাষণ শুনেই অগনিত মানুষ
জড়ো হলো একসাথে
প্রস্তুতি নিতে, সীমানা পেরিয়ে
চলে গেলো কালো রাতে।
ফিরে এসে তারা যুদ্ধে নামলো
প্রশিক্ষণের শেষে
মেশিনগানের সুরেলা আওয়াজ
চালালো বীরের বেশে।
সাতই মার্চের ভাষণে ছিলো
যুদ্ধে যাওয়ার ডাক
প্রজন্মের পর প্রজন্ম ধরে
এ ভাষণ বেঁচে থাক।