শাহাজাহান চৌধুরী শাহীন। কক্সবাজার ।
যত্রতত্র পার্কিং, অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে মাঠে নেমেছেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম । চেক করছেন ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র। অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপও নিয়েছেন তিনি।
২৯ অক্টোবর (বৃহস্পতিবার) কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনালে এই দৃশ্য দেখা যায়।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রেসক্লাবে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় আলাপকালে কক্সবাজারের যানজটকে অন্যতম সমস্যা উল্লেখ করে পুলিশ সুপার বলেছিলেন, কক্সবজারের যানজট নিরসনে পুলিশ নানামুখী উদ্যোগ গ্রহণ করছে।
এর সুফলও দ্রুত জেলাবাসী দেখতে পাবেন। একই সঙ্গে পরিবহন সেক্টরসহ যে কোনও চাঁদাবাজি বন্ধে পুলিশ জোরালো ভূমিকা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার হাসানুজ্জামান ।
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চলাকালীন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়, পুলিশ সুপারের এই অভিযানকে সাধুবাদ জানাচ্ছে সচেতন কক্সবাজারবাসী।
সাথে অভিযান যেন অব্যহত থাকে সেই দাবিও করেছেন অনেকে।