সংবাদদাতা::
কক্সবাজারের বদর মোকাম জামে মসজিদ এলাকার প্রবীণ মুরব্বী আলহাজ নুরুল হুদা চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১ টায় চট্রগ্রামের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ মাগরিবের নামাজের পরে চট্রগামের চট্রেশরী জামে মসজিদে আলহাজ নুরুল হুদা চৌধুরীর প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল আছরের নামাজের পর কক্সবাজারের বদর মোকাম জামে মসজিদে মরহুমের দ্বিতীয় এবং শেষ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।
প্রসঙ্গত, আলহাজ নুরুল হুদা চৌধুরী দীর্ঘদিন বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ঢাকা এবং চট্রগ্রামের বিভিন্ন হাসপাতালে এতোদিন চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন মরহুমের একমাত্র পুত্র সন্তান আবদুল আল মাসুদ রোমেল।