মিজানুর রহমান মিজান।
বিপুল ভোটে এগিয়ে থেকে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়াম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কক্সবাজারের কিংবদন্তি নেতা প্রয়াত একেএম মোজাম্মেল হকের কনিষ্ঠ পুত্র কায়সারুল হক জুয়েল।
৩২৭২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জুয়েল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সেলিম আকবর পেয়েছেন ২৩৩৯৮ এবং অপর প্রার্থী নূরুল আবছার পেয়েছেন ১৮৪২৮ ভোট। কেন্দ্রের দায়িত্ব পালন করা এজেন্ট ভিত্তিক ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কায়সারুল হক জুয়েলের বিজয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে কক্সবাজারের সাত উপজেলায় একমাত্র কক্সবাজার সদর উপজেলায় নৌকা প্রতীক বিজয়ী হয়েছে।
এদিকে বিপুল ভোটে বিজয়রা শহরের প্রধান প্রধান সড়কে বিজয় মিছিল করতে দেখা গেছে।