মিজানুর রহমান মিজান । ডেইলি টেকনাফ ।
কক্সবাজারে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার(ইএএলজি)প্রকল্পের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহসপতিবার ২৭আগস্ট সকালে জেলা প্রশাসকের কর্যালয় শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকল্প পরিচালক ও ইউনিয়ন পরিষদ যুগ্ম-সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন।
সভায় স্থানীয় সম্পদ আরোহন, নারী-পুরুষ সমতা নিশ্চিতকরণ, যুবকদের অংশগ্রহণ, স্থায়ী কমিটি কার্যকরকরণ, নিয়মিত ওয়ার্ড সভা আয়োজন, গণশুনানি আয়োজন ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সুশাসন নিশ্চিতকরণ ও স্থানীয় উন্নয়নের লক্ষ্যে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার কাঠামো গঠনে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।
আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ।