শাহ্ মুহাম্মদ রুবেল, কক্সবাজার।
কক্সবাজারের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাজ থেকে ইয়াবা বিক্রির নগদ ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের নয়াপায়া হাসিনানগর নারিকেল বাগান এলাকায় আরব আমিরাত (দুবাই) প্রবাসী মোঃ জয়নালের বাড়িতে এ অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে সামিরা বেগম (২৫) কে আটক করা হয়। এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ নেতৃত্ব দেন।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ জয়নালের বসত বাড়িতে অভিযানকালে খাটের নিচে গর্ত করে সুকৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির পুলিশ পরিদর্শক আশরাফুজ্জামান বাদী হয়ে সামিরা বেগমকে প্রধান আসামী করে রামু থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা করা হয়েছে। অপরদিকে রামু উপজেলার দেয়াংপাড়া রাজারকুল এলাকার মৃত মোহাম্মদ ইসলামের ছেলে আব্দুর রহমান ও তার স্ত্রী মোসাম্মৎ নাসরিনকে পলাতক আসামি করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর এসএম মিজানুর রহমান জানান, পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সুত্র:
আলোকিত টেকনাফ