মিজানুর রহমান মিজান, টেকনাফ।অবশেষে গত কয়েকদিনের তীব্র তাপমাত্রার পরিসমাপ্তি ঘটিয়ে অঝর ধারায় বৃষ্টি ঝরল কক্সবাজারের টেকনাফে।জনজীবনে এ যেনো শুধু বৃষ্টি নয় এক হিমেল প্রশান্তি শর্বশক্তিমানের কুদরতি রাহমা। ভোর রাত থেকেই আকাশ মেঘলা, কোন কোন স্থানে দু এক ফোটা বৃষ্টির সুচনাও হয়েছে সকাল থেকে।চা’য়ের দোকান নাহয় গ্রাম্য আড্ডায় সবার ছিল একটাই ফরিয়াদ,”আল্লাহ ঝড় দে পানি দে ছায়া দে’রে তুই”প্রকৃতির মনে যেন আজ বড়ই মায়া। তবে বেলা ৪টার পর পুরো টেকনাফ বৃষ্টির দেখা মেলে। এতে কিছুটা স্বস্তি পেলেন টেকনাফবাসী।
কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, সেই সঙ্গে রমজান মাস, দীর্ঘ খরতাপে অতিষ্ঠ হয়ে পড়েছিল টেকনাফবাসী। আজ বৃষ্টির পর তারা ফিরে পেল সাময়িক স্বস্তি এবং গাছপালা ফিরে পেল যৌবন। এ সময় বৃষ্টির সঙ্গে বিদ্যুৎ চমকায় এবং হালকা বাতাসও বয়ে যায়।
আবহাওয়া অধিদফতর দেশের বিভিন্ন অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।
অবশেষে কক্সবাজারের টেকনাফে স্বস্তির বৃষ্টি!ছবিঃসাবরাং বাজার সংলগ্ন জামে মসজিদ মোড়ে।তুলেছেন
(শাহ্ মুহাম্মদ রুবেল/মছন বদ্দা/মিজান)