☆ বিসমিল্লাহির রাহমানির রাহিম ☆
বাংলাদেশের শেষ সীমানার শেষ খুটিতে শেষ গ্রাহকও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা থেকে বাদ যাবে না।
করোনাভাইরাস মহামারীর মধ্যেও ঝড়-বৃষ্টি যাই ঘটুক না কেন দিন-রাত ২৪ ঘন্টা গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে কাজ করছে বিদ্যুৎ বিভাগের প্রতিটি কর্মী।
ছবিগুলো কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির টেকনাফ জোনাল অফিসের আওতায় দেশের শেষ স্থল সীমানা শাহপরীর দ্বীপের শেষ খুটিতে ট্রান্সফরমার পরিবর্তনের।
StayHome StaySafe
দুর্যোগে আলোর গেরিলা
আব্দুল মুমিত চৌধুরী,ডিজিএম
টেকনাফ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।টেকনাফ কক্সবাজার।