ডেইলি টেকনাফ ডেস্ক ::
কক্সবাজার জেলা প্রশাসক মোঃকামাল হোসেন চলমান করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে আসছে পবিত্র ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা জারী করেছেন।বৃহসপতিবার ২১মে কক্সবাজার জেলা প্রশাসকের কর্যালয়ে এক জরুরী বৈঠকে ডিসি মোঃকামাল হোসেন এ নির্দেশনা দেন।জেলার সকল নাগরিকদের এ নির্দেশনা মেনে আসছে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার বিশেষ আহ্বান জানান তিনি।নিম্নে তা কপি করে দেয়া হল:-
করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে পবিত্র ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত নির্দেশনাঃ
১. খোলা ময়দানে ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন করা যাবে না। মসজিদের অভ্যন্তরে আয়োজন করতে হবে।
২. মসজিদে ১ ঘন্টা পর পর একাধিক জামাত হবে।
৩. প্রতি জামাতে পৃথক পৃথক ইমাম এবং মুয়াজ্জিন থাকবেন।
৪. প্রত্যেক জামাতের পর মসজিদ স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।
৫. ৩ ফুট দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে৷
৬. মসজিদে কোন কার্পেট বিছানো যাবে না। মুসল্লীগণ ব্যক্তিগত জায়নামাজ ব্যবহার করতে পারবেন।
নিজেদের স্বার্থে নির্দেশনা মেনে চলি, সুস্থ থাকি। সবাইকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানাই।