করোনা কিসের নমুনা?
লিখেছেন- ইমাউল হক পিপি এম,কক্সবাজার।
প্যারিস এর সেইন নদীতে করোনা ধরা পড়ছে।প্রতিদিন বিভিন্ন জায়গায় জমায়েত।খাদ্য সংগ্রামে সংক্রামিত হয়ে টাকা আর ত্রানের জন্য জটলা।
চীনের পাহাড়ের নীচে কোটি কোটি ভাইরাস। ভাইরাস ঠেকাতে ঘরে গেলে খাই রাজে খেই হারিয়ে ফেলে। পানিতে গেলে করোনা পাহাড়ে গেলে বায়ো যন্ত্র। এখন যদি কেউ খবর বের করে ভারত মহাসাগর আর চীন সাগরের উপরে যে বাতাস তাতে করোনা পাওয়া গেছে।দিনের বাতাসে , রাতের পানিতে ,সকালের রুটিতে, দুপুরের মাংসে,রাতের খিচুড়ি তে ভাইরাস বেশী ধরছে।
তাহলে দেখা যাবে মানুষ দিনে অক্সিজেন আর রাতে না খেয়ে চাউল চিবিয়ে ,চা ভর্তা খাওয়ার ফর্মুলা দিবে।
বাঘা বাঘা বিজ্ঞানী গন কিছু ই পারছে না।এর ই মধ্যে কোন দাওয়া খানার একজন ঔষধ তৈরি করে ঘুরছে। জোশে যাচ্ছে হুঁশ।আম পড়ার মত মরছে মানুষ । মুশকিলে র নাই কূল আর ধ্যানী হয়নি সাবধান। কাংগাল চলছে খাবার আনতে চাটুকারের নেই টাকা।পুরে নেই গাজী,ঠাকুরগাঁও এ পাচ্ছে না আটা।
রাজা বাদশা, ধনী গরীব ,মৌলভী সন্ন্যাসী ,মালিক শ্রমিক, বিশ্ব রাজা আর লন্ডনী চলন কোন মাথা ই কাজ করছে না।তাহলে বৈদ্যের চেয়ে পথ্য ভাল।গুজবের চেয়ে গুজব ভাল ।
আসলে করোনার বুহ্য রচনা ও গুহ্য নির্নয় করা খুবই কঠিন হয়ে পড়ছে।ভাবছিলাম আমি একাই ভয়ে ভীত এখন দেখি মহারাজা, মহারথীও উল্টো পাল্টা।এত আবোল তাবলের মধ্যে না যেয়ে আর কয়টা দিন ঘরে থাকি।