মিজানুর রহমান মিজান
টেকনাফে সাবরাং ইউনিয়নে নুর হোসেন চেয়ারম্যান বিএ’র উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারণ জনগণের মাঝে মাস্ক,সাবান ও সচেতনামূলক লিফলেট সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার ২৯ মার্চ সকাল ১০ ঘটিকা থেকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এবং হাট বাজারে নিজে উপস্থিত থেকে এই সামগ্রী জনগনের মাঝে তুলে দেন নুর হোসেন চেয়ারম্যান বিএ।
এসময় জনগনকে সাবান পানি দিয়ে ভালো করে হাত মূখ পরিস্কার করতে,বিনা প্রয়োজনে বাইরে ঘূরাফেরা না করে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ ঘরে অবস্থান পূর্বক সচেতনতার সাথে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার এবং স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবার অনুরোধ করেন নুর হোসেন চেয়ারম্যান বিএ।
একই দিনে পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বি এ’র আদেশক্রমে ইউনিয়নের ওয়ার্ড সদস্যরা(মেম্বার)কর্মরত গ্রাম পুলিশদের সাথে নিয়ে যথাক্রমে ১,২,৩,৫,৬ ও ৯নং ওয়ার্ডের অসহায় সাধারণ জনগণের মাঝে মাস্ক, সাবান তুলে দেন।
ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মহিলা সদস্য খতিজা বেগম ৩নং ওয়ার্ডে জাফর আহমদ মেম্বার ও ২নং ওয়ার্ডের দায়িত্ব পালন করেন ছিদ্দিক আহমদ মেম্বার। ৫নং ওয়ার্ডের মানুষের মাঝে হাইসাওয়া কতৃর্ক অনুদান কৃত, মাস্ক, সাবান, বিতরণ করেন মোহাম্মদ শরীফ মেম্বার।
এছাড়াও ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি সম্পাদকেরাও চেয়ারম্যানের নির্দেশে ৩ ও ৬নং ওয়ার্ডে জনগনের মাঝে এসব সামগ্রী বিতন করেন।
শেষে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সাইফ কতৃক জারীকৃত উপজেলার প্রত্যেক ইউনিয়নের সকল মসজিদের ইমাগনের জন্য জরুরী বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে প্রচার করেন নুর হোসেন চেয়ারম্যান বিএ।উক্ত জরুরী বিজ্ঞপ্তিটি নিম্নে দেয়া হলো।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সাবরাং ইউনিয়নের সকল মসজিদের সম্মানিত ইমামগণদের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে প্রত্যেক নামাযের পূর্বে এবং পরে মসজিদ জীবাণু নাশক দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষাসহ সম্মানিত মুসল্লীদের সাবান পানি দিয়ে হাত ধোয়ার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবেন। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোক।
নুর হোসেন বিএ
চেয়ারম্যান :সাবরাং ইউনিয়ন পরিষদ
টেকনাফ কক্সবাজার বাংলাদেশ।