করোনা ভাইরাস মোকাবেলায় স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ কতৃক জারিকৃত সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন টেকনাফ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ি ও সাবরাং ইউনিয়ন ৫নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শরিফ।তিনি ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।পাশাপাশি তিনি দীর্ঘদিন থেকে সততা ও সুনামের সহিত টেকনাফ উপজেলায় বৈধভাবে সফল গরু ও লবন ব্যবসায়ি হিসেবে সর্বমহলে সুপরিচিত।
গতকাল সোমবার ২৩ মার্চ দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে তিনি গনমাধ্যমকে সাবরাং তথা টেকনাফ উপজেলার সর্বস্থরের জনগনের স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে সবার নিশ্চিত নিরাপদ জীবনের কথা বিবেচনা করে এ আহ্বান জানান।
তিনি সবার কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন – জ্বর, ঠান্ডা,কাশির রোগীরা বাসায় বসে চিকিৎসা নিন,বিদেশ ফেরত প্রবাসিরা হোম কোয়ারেন্টাইনে থাকুন,সদর হাসপাতালে বা চেম্বারে ভীড় করে অন্যদেরকে ঝুঁকির মুখে ফেলবেননা।
প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে ঘুরাঘুরি থেকে বিরত থাকুন।আতঙ্কিত না হয়ে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের জারিকৃত স্বাস্থ্যবিধী মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন -অতি উৎসাহী বা আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনা মোকাবেলা করুন।
সাবরাংবাজার নয়াপাড়া-সহ সকল বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বভাবিক রেখে মানবিক হয়ে দেশের এই জাতীয় দূর্যোগে দেশপ্রেমের দৃষ্টান্ত রাখতে ও বিশ্ব মানবসভ্যতার এই ক্রান্তিলগ্নে মানবিকতার পরিচয় দিতে ব্যবসায়িদের প্রতি অনুরুধ জানান মোহাম্মদ শরিফ মেম্বার।
নিম্নের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো
★ ঘরে অবস্থান করুন★ প্রচুর পানি পান করুন★ সবুজ ফলমূল খান★ মাস্ক ব্যবহার করুন★ হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন★ পরিষ্কার – পরিচ্ছন্নতা বজায় রাখুন,নিয়মিত নামাজ কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ইনশাআল্লাহ এই মরনঘাতক করোনা এমনিতেই সেরে যাবে. রোগ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখুন, রোগ প্রতিরোধ করুন।