তারাই এখন বেশি বেশি বলছে কথা
আমরা শুধু পালন করি নিরবতা।
তাদের নাকি এখন কেবল পোয়াবারো
এত আছে তবুও তারা চায় আরো।
শ্রম না দিয়ে পেতে চায় বেশি বেশি
তাদের আছে দুই বাহুতে মাংসপেশি।
আমরা শুধু চেয়ে চেয়ে দিন কাটাই
পাওয়ার জন্য যথাযথ চিঠি পাঠাই।
আমরা শুধু পাওয়ার জন্য তীর্থের কাক
লাইনে আছি নামটা কখন পড়বে ডাক।
না পাওয়াতেও মনের মাঝে সুখ আছে
সবার সামনে বলার মতো মুখ আছে।
যেদিকে যাই সবখানেতেই গড়মিল
তবুও মানুষ থাকুক একটু মিলামিল।