বিশেষ সংবাদদাতা:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সীর হাটের উত্তরে ভাইয়ারটেক নামক স্থানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে, ঘটনাস্থলে মাইক্রোবাসের ৭ জন যাত্রী নিহত হয় ও উভয় গাড়ীর ১৭ জন আহত হয়েছে।
আহতের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক। গুরুতর আহত এ তিনজনকে তাৎক্ষনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। রোববার ৩ ফেব্রুয়ারি সকাল পৌনে আট’টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে অপর একটি বাসযোগে কক্সবাজার আসার পথে ঘটনাস্থলে আটকেপড়া কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ঘটনাস্থল থেকে রোববার সকাল সাড়ে ৯ টায় এ প্রতিববেদককে মুঠোফোনে বিষয়টি নিশ্চত করেছেন। সিনিয়র আইনজীবী আ.জ.ম মঈন উদ্দিন জানান, সৌদিয়া পরিবহনের বাসটি (নং-০২-২৩৫) চট্টগ্রাম থেকে কক্সবাজার আসার পথে আমিরাবাদ থেকে ছেড়ে আসা হাইয়েছ মাইক্রোবাসটিকে (নং-চট্ট মেট্রো চ-১১-৪৯৫২) ওভারটেক করতে চাইলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ঘটনার পর প্রায় সোয়া এক ঘন্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত সৌদিয়া পরিবহনের বাসটি সরানো হলে যান চলাচল পূণরায় স্বাভাবিক হয়। কক্সবাজার শহরের হাশেম টাওয়ারের সত্বাধিকারী এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন জানান, নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী এবং নিহতের মধ্যে মাইক্রোবাসের হেলপারও রয়েছে। তিনি জানান-সৌদিয়া বাসের কয়েকজন যাত্রী আহত হলেও এ বাসের কোন যাত্রী মারা যায়নি। দুর্ঘটনায় হাইয়েচ মাইক্রোবাসটি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে।