1. engg.robel.seo@gmail.com : DAILY TEKNAF : DAILY TEKNAF
  2. bandhusheramizan@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. engg.robel@gmail.com : The Daily Teknaf News : Daily Teknaf
মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০, ০৭:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকরিয়ায় যাত্রীবাহি নাইট কোচে ডাকাতি : গুলিবিদ্ধ-১৫,আহত ৩ একজন শিক্ষক মুক্তিযোদ্ধার ইতি কথা টেকনাফের ইতিহাস ঐতিহ্য ও সমসাময়িক ভাবনা টেকনাফে শাহপরীর দ্বীপের বেড়িবাধ পুনঃনির্মাণ প্রকল্প পরিদর্শন করেন এমপি শাওন। হোয়াইক্যং নয়াবাজারের মহিয়সী নারী শামসুন নাহারের ২২তম মৃত্যু বার্ষিকী আজ মাওলানা গোলাম সারোয়ার সাঈদীর ইন্তেকাল শাহ্পরীর দ্বীপে হতদরিদ্রদের মাঝে(IOM)সংস্থার নগদ ৩৫ হাজার টাকা বিতরণ উদ্বোধন করেন নুর হোসেন চেয়ারম্যান আব্দুর রহমানের মৃত্যুতে টেকনাফ উপজেলা রেন্ট-এ কার,নোহা,মাইক্রো মালিক সমবায় সমিতির শোক প্রকাশ ইসলামপুর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে নতুন মুখ সাংবাদিক শাহাজাহান শাহীন ভাল থেকো আব্বু

জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবার জন্য দোয়া রইলো: মোঃ আলমগীর

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

মিজানুর রহমান টেকনাফ ::

১৩ জুলাই ছিলো কক্সবাজারের টেকনাফ বাজার ব্যবসায়ী মোঃ আলমগীরের ৩৭তম জন্মদিন। মোঃ আলমগীর এর ৩৭ তম জন্মদিনে দেশে-বিদেশে ব্যাপক আয়োজন পালন করে। এসময় মোঃ আলমগীর এর নিজ বাড়িতে আয়োজন করা হয়। ভক্তদের পক্ষ থেকে গঠিত ‘মোঃ আলমগীরের ভক্ত আমরা’ ফেসবুক গ্রুপের আয়োজনে সারাদেশের বিভন্ন স্থানে একই সময়ে দোয়া/আলোচনার মধ্যদিয়ে ভালবাসার বরপূত্র মোঃ আলমগীরের ৩৭তম জন্মদিনের অনুষ্ঠান ও কর্মসূচি পালন করা হয়। তিনি এক বার্তায় সকল ভক্ত আন্তরিক ধন্যবাদ জানান। সবাইকে ধন্যবাদ জানিয়ে মোঃ আলমগীর এক বার্তায় বলেন, আমার প্রিয় ভাই বন্ধু এবং ভালোবাসার মানুষ গুলো যারা আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এবং দেশ/বিদেশের যে সকল ফেসবুক বন্ধুগণ জন্মদিন পালন করেছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই ভালোবাসা ও প্রাণ ঢালা অভিনন্দন এবং মহান আল্লহ তায়ালার কাছে দোয়া করছি আপনারা যেন সুখে থাকেন ভালো থাকেন পরিবারের সবাইকে নিয়ে শান্তিতে থাকেন। আপনারা ভালো থাকলে নিরাপদে থাকলে আমার বিশ্বাস আমি যে লক্ষ নিয়ে শুরু করেছি
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সেই সংগ্রাম সেই আন্দোলন ইনশাআল্লাহ আমরা একদিন বাস্তবে পুরন করতে পারব। মোঃ আলমগীর আরো বলেন,দুর্নীতি ও দুর্ঘটনারোধসহ যত ভালো কাজ আছে আমার মতো আপনারা তা করবেন। আমি যদি মরেও যাই আমার বিশ্বাস আপনারা আমার এই যত ভালো কাজ আছে আমার মতো ধরে রাখতে সক্ষম হবেন। সকলের কাছে দোয়া চেয়ে এগিয়ে আসার এবং জনসচেনতা সৃষ্টিতে উদাত্ত আহবান জানিয়ে টেকনাফ বাজার ব্যবসায়ী মোঃ আলমগীর বলেন, হে আল্লাহ আমার এই ভাই বোন বন্ধুদেরকে আপনি ভালো রাখুন সুস্থ্য রাখুন তারা যেন পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন। সবার জীবন ও চলার পথ যেন নিরাপদ হয়।

বিষয়: মোঃ আলমগীর জন্মদিনে যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবার জন্য দোয়া রইলো।

আপনার মন্তব্য দিন
এ জাতীয় আরো খবর..