এম.ডি. আলমগীর।
টেকনাফঃ কক্সবাজারের টেকনাফে কর্মরত সাংবাদিকদের নিয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম তথ্য মন্ত্রণালয়ের আওতায় “ফ্যাক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্র্যাকটিজ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা মিলনায়তনে ৩দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। এতে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রোগ্রামার মোহাঃ আব্দুস সালামের সভাপতিত্বে, নিমকো’র গবেষণা কর্মকর্তা মোঃ ফাহিম সিদ্দিকীর সঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান এসময় বক্তব্য রাখেন সাংবাদিক হাফেজ মোহাম্মদ কাশেম(দৈনিক পুর্বকোণ) নুরুল করিম রাসেল (দৈনিক যুগান্তর ও মোহনা টেলিভিশন), নুরুল হোসাইন (তৃতীয় মাত্রা)। প্রথম দিনের প্রশিক্ষনে নারী ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে আলোচনা করেন ডা. প্রণয় রুদ্র। এতে টেকনাফে কর্মরত ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা প্রশিক্ষনে উপস্থিত ছিলেন। ইউএনও মোঃ রবিউল হাসান বলেন, পেশার দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষনের বিকল্প্ নেই। প্রশিক্ষন যে কোন পেশার একজন কর্মীকে শানিত করে। এক্ষেত্রে প্রশিক্ষন একজন সাংবাদিককে আরো বেশী দক্ষ করে তুলতে পারে। বিশেষ করে আইন জেনে সাংবাদিকতা করলে এ মহৎ পেশা আপনাদেরকে পৌছ…