মিজানুর রহমান মিজান।টেকনাফ৩০জানুয়ারি২০১৯ইং।
কক্সবাজার-৪উখিয়া টেকনাফ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থীত নৌকা প্রতিকে জনপ্রিয় সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি এমপি(সাবেক)সি আই পি’র সহধর্মীনী শাহীন আকতার বদি বিপুল ভোটে জয় লাভ করেন।সরকার গঠনও শপত গ্রহনের পর প্রথম বারের মত জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ বিকেলে।অধিবেশনে যোগদান করতে শাহীন আকতার বদি এমপি এখন ঢাকায়,তার প্রেক্ষিতে অধিবেশনে যোগ দেওয়ার পূর্বে উখিয়া টেকনাফ বাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন,তা নিম্নে হুবহু ছাপানো হলঃ-
আসসলামুঅালাইকুম/অাদাব/নমস্কার
শুরুতেই প্রিয় উখিয়া-টেকনাফবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি যিনি অামাকে বাংলাদেশ অাওয়ামীলীগের মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিলেন। অাপনারা জানেন গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে অাপনাদের ভোটে সংসদ সদস্য পদে নির্বাচিত হই। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহনের পরেই অাজকে বিকেলে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগদান করব। সবার কাছে দোয়া চাই যাতে উখিয়া-টেকনাফের জনগণের অাস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে পারি। সেই সাথে অামার স্বামী অাপনাদের প্রিয় নেতা উখিয়া-টেকনাফের গরীবের বন্ধু জননেতা অালহাজ্ব অাবদুর রহমান বদির অসমাপ্ত কাজ গুলো শেষ করতে পারি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।