মিজানুর রহমান মিজান।
টেকনাফ সদর ইসলামাবাদ পাড়ায় বাড়ীতে তল্লাসী চালিয়ে
র্যাব-১৫ এর সদস্যরা ২ লক্ষ পিস ইয়াবাসহ সাবেকুন নাহার (২৫) নামে এক নারীকে আটক করেছে। শনিবার ২৭ এপ্রিল সন্ধা অনুমানিক ৭টার দিকে টেকনাফের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় সাবেকুন নাহারের স্বামী সলিম উল্লাহ পালিয়ে যেতে সক্ষয় হয়। তিনি টেকনাফের ইসলামাবাদ এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব জানান, ‘শনিবার রাতে টেকনাফের ইসলামাবাদের সলিম উল্লাহ নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীর বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুদ রাখার গোপন সংবাদের খবর পেয়ে সঙ্গীয় ফোর্স সহ র্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় বাড়ির মালিক পালিয়ে গেলেও অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। পরে আটককৃত নারীর স্বীকারোক্তি মতে বাড়িতে তল্লাশি চালিয়ে ২ লক্ষ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ইয়াবাসহ আটক সাবেকুন নাহারের স্বামী সলিম উল্লাহ প্রকৃত ইয়াবাগুলোর মালিক। দীর্ঘদিন ধরে আইনশৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে স্বামী-স্ত্রী মিলে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল বলে স্বীকার করে। আটককৃত মহিলার স্বামী সলিম উল্লাহকে ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে’।