মিজানুর রহমান মিজান, ডেইলি টেকনাফ : :কক্সবাজারের টেকনাফে জালিয়ার দ্বীপ(জইল্লার দ্বীপ)থেকে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ(বিজিবি)।
উদ্ধারকৃত ইয়াবা সমুহের আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা। তবে এ ঘটনায় পাচারকারী কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
সুত্রে জানা যায়,
শনিবার(১৪সেপ্টেম্বর)দ্বিবাগত ভোর রাত ২ টার দিকে নাফ নদীর জালিয়ার দ্বীপ নামক স্থান থেকে ইয়াবার চালান টি উদ্ধার করা হয়।আরও জানা যায়,বিজিবি কতৃক উদ্ধারকৃত ইয়াবার চালানটি আটক করা গেলেও পাচারকারী সু কৌশলে পালিয়ে যায় এদের আটক করা সম্ভব হয়নি,বিস্তারিত আসছে…