হাফেজ মুহাম্মদ কাশেম।টেকনাফ।
বিজিবি টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালী এলাকা থেকে ৩০ লক্ষ টাকা মুল্যের ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে। তবে ইয়াবা চোরাচালানী অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, ‘বেসামরিক সোর্সের মাধ্যমে জানা যায়, ২০ এপ্রিল রাতে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট নাফ নদী পার হয়ে কাঞ্চরপাড়া এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধীনস্থ ঝিমংখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল দ্রæত কাঞ্চরপাড়া এলাকায় গমন করে। রাত আনুমানিক সাড়ে ১২টায় টহল দল মিয়ানমার দিক হতে কাঞ্চরপাড়া মাঠের উত্তরে খালের পার্শ্ব দিয়ে একজন ব্যক্তিকে দূর হতে আসতে দেখে থামার জন্য নির্দেশ প্রদান করে। উক্ত ব্যক্তি বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করে দ্রæত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল তার পিছু ধাওয়া করে। এক পর্যায়ে ইয়াবা চোরাকারবারী অন্ধকারের সুযোগে দ্রæত পাশ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল মাঠের মধ্যে তল্লাশী অভিযান পরিচালনা করে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়। প্যাকেটটি খুলে গণনা করে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।