|| শাহ্ মুহাম্মদ রুবেল,ডেইলি টেকনাফ.কম ||
টেকনাফের নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আব্দুস শুকুরের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ ফেব্রুয়ারি) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু উদয় শেখর দত্তের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সেলিম।
প্রাক্তন ছাত্র নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মরহুমের সুযোগ্য পুত্র চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. একেএম রেজাউল করিম। কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি হোয়াইক্যং আলহাজ্ব আলি আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি কালাম, বিদ্যালয়ের সাবেক শিক্ষক টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দৌলা, হ্নীলা উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক আব্দুল সালাম, কাঞ্জরপাড়া উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সমাজ সেবক হাজী আব্দুল গণি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও প্রাক্তন ছাত্র জাহেদ হোসেন কালা, আব্দুল করিম, শাহ মোহাম্মদ জোবায়ের, মীর আহমদ, ডা: বশির আহমদ, নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আহমদ, প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন টেকনাফ সরকারী কলেজের অধ্যাপক মো: আবু তাহের, আতাউল গণি, মো: শাকের, মনজুর আলম, মো. ইউনুচ, আব্দুল মতলব, আমান উল্লাহ, সৈয়দ সালাম প্রমুখ।
শোকসভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, সদালাপি শিক্ষানুরাগী জ্ঞানের সাধক মাষ্টার আব্দুস শুকুর শিক্ষক-শিক্ষার্থীদের কাছে আদর্শ শিক্ষক হিসেবে অনুকরণীয় ছিলেন। সহকর্মীদের কাছে ছিলেন প্রিয় মানুষ। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ মেধাবী শিক্ষককে হারালো ।। বক্তারা মাষ্টার আব্দুস শুকুরের আত্মার মাগফিরাত কামনা করেন।
এতে মরহুম শিক্ষকের সুযোগ্য সন্তান বিশিষ্ট সাংবাদিক একেএম নুরুল করিম রাসেল ও বিশিষ্ট ঠিকাদার একেএম মনজুরুল করিম সোহাগসহ প্রাক্তন ছাত্র,-বিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-ছাত্রী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৯ জানুয়ারী বুধবার সকাল পৌনে ৮টারদিকে টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদস্থ মরহুম ইসমাঈল সওদাগরের পুত্র,১৯৫২ সালের ভাষা সৈনিক,১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সংগঠক,বীর মুক্তিযোদ্ধা,টেকনাফ পাইলট হাইস্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার হাজী আব্দুস শুকুর (৮৪) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
তিনি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম এমইএস উচ্চ বিদ্যালয়, সাবরাং নয়াপাড়া আলহাজ্ব হাজী নবী হোসাইন উচ্চ বিদ্যালয়, উখিয়া উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার বিমান বন্দর উচ্চ বিদ্যালয়ে মহান শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মুক্তিযুদ্ধের সংগঠক মাষ্টার আব্দুস শুকুরের শোক সভায় উপস্থিতির একাংশ ।