মিজানুর রহমান মিজান । ডেইলি টেকনাফ
কক্সবাজার জেলা পল্লীবিদ্যুৎ টেকনাফ জোনাল অফিস এরিয়ার আওতাভূক্ত টেকনাফ উপজেলার কিছু কিছু জায়গায় সম্প্রতি বিদ্যুতের লো ভোল্টেজ সমস্যা দেখা দিয়েছে।গত এক বছর আগেও বর্তমান ডিজিএম আব্দুল মুমিত চৌধুরীর টেকনাফে যোগদানের আগে এই সমস্যা আরও বেশী ছিল।পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য শাহীন আক্তার বদি’র সহযোগিতায় বর্তমান ডিজিএম আব্দুল মুমিত চৌধুরী প্লান সম্প্রসারণ ও ভোল্টেজ মেশিন সংযোজনের মাধ্যমে এ সমস্যা সমাধান করতে সক্ষম হন।এর পর থেকে টেকনাফের জনগন প্রপার ভোল্টেজসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাচ্ছেন।
সম্প্রতি গত কয়েকদিন থেকে আবার কিছু কিছু জায়গায় বা বাড়িতে এ সমস্যা দেখা দিলে তার সঠিক সমস্যা নির্ণয়ের জন্য নিজে মাঠ পর্যায়ে গিয়ে পরীক্ষা পরবর্তী মতামত ও গ্রাহকদের জন্য সহজ পরামর্শ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গনমাধ্যমকে জানান। নিম্নে পাঠক ও পল্লীবিদ্যুৎ গ্রাহকদের সুবিধার্থে দেয়া হলো:-
আমি কিছু কিছু বাসায় ভোল্টেজ পরিদর্শন করলাম।একটি বাসায় দেখলাম ভোল্টেজ খুব ভাল, কিন্তু পাশের বাসায় ভোল্টেজ কম।
বিষয়টি যাচাই করে দেখলাম, মিটারের মেইন সুইচের পর একটি “স্টাপ্লাইজার” লাগিয়ে তারপর বাসার সব লাইট ফ্যান লাগানো। এতে পল্লী বিদ্যুৎ ১২০ ভোল্ট সাপ্লাই দিলেও তার বাসার ভোল্টেজ ২০৫ ভোল্টে উন্নিত হয়েছে।
আপনারা চাইলে এই পদ্ধতিটা কাজে লাগেতে পারেন। যেকোন দোকানে “স্টাপ্লাইজার” কিনতে পাওয়া যায় ।
তথাপী পল্লী বিদ্যুৎ থেমে নেই। ভোল্টেজ বৃদ্ধির জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
লো-ভোল্টেজ এ আপনাদের কষ্ট দূর করার জন্য এটা একটি পদ্ধতি হতে পারে।
ধন্যবাদান্তে:-
আব্দুল মুমিত চৌধুরী,ডিজিএম
টেকনাফ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।
টেকনাফ কক্সবাজার।