নিউজ ডেস্ক ::টেকনাফের লেদা রোহিঙ্গা শিবির থেকে ২ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ জোহরা বেগম (৩২) নামে এক রোহিঙ্গা নারী ইয়াবা কারবারীকে আটক করেছে র্যাব-৭। সে বাংলাদেশে আশ্রিত পুরাতন রোহিঙ্গা বলে জানায়।
শনিবার (২০ জুলাই) রাতে টেকনাফের লেদা ২৪ নং রোহিঙ্গা শিবিরের বি ব্লক থেকে এ সব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক জোহরা হলেন, টেকনাফের লেদা ২৪ নং রোহিঙ্গা শিবিরের বি ব্লকের ১১৫ নং রুমের সৈয়দ আলমের স্ত্রী।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনর্চাজ লেঃ মো: মির্জা শাহেদ মাহতাব (এক্স), বিএন এই অভিযানের সত্যতা নিশ্চত করেছেন।
তিনি জানান, ওই সময় র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদে টেকনাফের লেদা ২৪ নং রোহিঙ্গা শিবিরের বি ব্লকের ১১৫ নং বাসায় ইয়াবা মজুদের এমন খবরে অভিযান চালিয়ে ২ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৮০ হাজার টাকা বলে জানায়।
উদ্ধার ইয়াবাসহ আটক নারী ইয়াবা কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হবে বলে জানায়।