প্রেস বিজ্ঞপ্তি ::
টেকনাফ সাবরাং ইউনিয়নের ডেগিল্যারবিল গ্রামের ক্যান্সার আক্রান্ত সাইমা আফরোজা।
সাইমার চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে ক্যান্সার আক্রান্ত সাইমার চিকিৎসার জন্য।
আজ বৃহস্পতিবার বিকালে ক্যান্সার আক্রান্ত সাইমার পরিবারের হাতে আর্থিক অনুদান হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। ভবিষ্যতেও সাইফুল ইসলাম ক্যান্সার আক্রান্ত সাইমার পাশে দাড়ানোর আশ্বাস প্রদান করেন।
সাইমার মা বিধবা ফাতেমা খাতুন বলেন, ক্যান্সার আক্রান্ত মেয়ে’র চিকিৎসা বাবদ ইউএন ও আর্থিক অনুদান পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ইউএনও সাইফুল ইসলাম কে আরো বেশি বেশি দান করার তওফিক যেন দেন।
উল্লেখ্য সায়মার চোখে বালি পড়ায় চোখ অপারেশনে ভুল চিকিৎসায় জটিল রোগে আক্রান্ত হয়ে পরবর্তীতে তার ক্যান্সার শনাক্ত হয়। প্রতিমাসে একটি কেমোথেরাপি নেয়ার পরামর্শ দিয়েছেন চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ তাপস মিত্র। ডাক্তারের পরামর্শেই প্রতিমাসে কেমোথেরাপি দিতে না পারলেও দুই বছরে ছয়টি কেমোথেরাপি দিতে সক্ষম হয়। এখন অভাবে নিজের কন্যাকে বাচাঁনোর জন্য টাকা পয়সা না থাকায় এলাকাবাসীর সহায়তা ছাড়া আর কোন উপায় নেই।
শিশু সাইমার চিকিৎসায় কয়েক লক্ষ টাকার প্রয়োজন। মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিধবা মা ফাতেমা খাতুন।
বিধবা ফাতেমা কান্না বিজড়িত কন্ঠে আবেদন করে বলেন, ইনশাআল্লাহ দেশ-বিদেশ, প্রবাসী ও এলাকাবাসীর সহযোগিতা পেলে হয়তো আমার নিষ্পাপ মেয়ে আবারো স্বাভাবিক জীবন ফিরে পাবে।
সায়মা’র চিকিৎসায় সহযোগিতা পাঠানোর ঠিকানা: বিকাশ – ০১৮২২২৩৯৯৯৯,০১৮৫৭৭৩৪২২৮, নগদ-০১৮২২২৩৯৯৯৯ এবং কারেন্ট একাউন্ট-০০১-১০০-১২০৮, ঢাকা ব্যাংক, টেকনাফ শাখা।
অনুদান দাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সাইমা’র মা।