টেকনাফে ‘জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস’ পালিত
মিজানুর রহমান মিজান
টেকনাফবিভিন্ন কর্মসুচীর মাধ্যমে ১০ মার্চ টেকনাফ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস’ পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল র্যালী ও আলোচনা সভা।
সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, সংবাদকর্মী, সিপিপি স্বেচ্ছাসেবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহন করেন।
র্যালী শেষে আলোচনা সভা টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা।
সিপিপির মোঃ আবদুল মতিনের উপস্থাপনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সিরাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাশেদুল ইসলাম, সিপিপি উপজেলা টিম লিডার কাইছার উদ্দিন আহমদ প্রমুখ।