মোঃ আলমগীর টেকনাফ ::মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় গতকাল টেকনাফ উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে টেকনাফ উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী আবুল মনসুর অফিসারের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল ১৮জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্স থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) আবুল মনসুরের সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আহমদ জমিরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা সুপারভাইজার আবসার উদ্দিন, সোনারতরী মৎস্যজীবি সমিতির সভাপতি আব্দুস সালাম, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সদস্য নুরুল আমিন। সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য প্রতিনিধি ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সম্প্রতি নদীতে মাছ ধরা বন্ধ, ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেন। নদীতে মাছ ধরা নিষেধাঙ্গা তুলে নিতে উর্ধত্বন মহলকে সুপারিশ করা হয়েছে । আশা করি শীঘ্রই নিষেধাঙ্গা তুলে নেওয়া হবে।এছাড়া দেশীয় প্রজাতির মাছ বৃদ্ধি ও কারেন্ট জাল ও অবৈধ পন্থায় মৎস্য আহরন বন্ধে করণীয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে সফল চিংড়ি চাষী ও সফল মৎস্যচাষীকে ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এর পরে উপজেলা পুকুরে বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল মনসুর, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান ফেরদৌস আহমদ আহমদ জমিরি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন সহ অতিথিবৃন্দ। কর্মসুচীতে মৎস্যজীবি, মৎস্যচাষী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।