|মিজানুর রহমানমিজান| টেকনাফ
নবাগত টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন টেকনাফ সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দ। এসময় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার ১৩ মার্চ বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়। ঘন্টা ব্যাপী অনুষ্টিত এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আলোচনায় টেকনাফের প্রধান সমস্যাসমুহ বিশেষতঃ রোহিঙ্গা, মানব পাচার, মাদক, ইয়াবা, যানজট, শিক্ষা সংকট, সেন্টমার্টিনদ্বীপ, পাহাড় নিধন, বাস টার্মিনাল চালু ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান বলেন, ‘বর্তমান সময়ে টেকনাফ সাংবাদিক ইউনিটি একটি সময় উপযোগী সিদ্ধান্ত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে সাংবাদিক ইউনিটিকে বলিষ্ঠ ভুমিকা রাখতে হবে। আশাশুনিতে সাংবাদিকতার একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। প্রত্যেক সাংবাদিককে সে ঐতিহ্যের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে দেশ ও জাতির কল্যানে কাজ করতে হবে’। তিনি আরও বলেন, ‘বিশ্বের কাছে বাংলাদেশ এখন ডিজিটাল দেশ হিসেবে পরিচিত। যে কোন সংবাদ অনলাইন ও বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা তাৎক্ষনিক জানতে পারি। টেকনাফ উপজেলার বিভিন্ন সমস্যা গুলো জনপ্রতিনিধি, মিডিয়াকর্মীসহ সর্বমহলের আন্তরিক সহযোগিতায় সমাধানের আওতায় আনা হবে’। তিনি টেকনাফ সাংবাদিক ইউনিটির সকল সদস্যদেরকে অভিনন্দন জানান।
টেকনাফ সাংবাদিক ইউনিটির প্রধান উপদেষ্টা হাফেজ মোঃ কাশেম, উপদেষ্টা মোঃ মমতাজুল ইসলাম মনু, মোঃ ছিদ্দিকুর রহমান, গিয়াস উদ্দীন, জেড করিম জিয়া, সভাপতি সাইফুল ইসলাম সাইফী, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম মাহমুদ, কার্যকরী সদস্য এম আমান উল্লাহ আমান, সদস্য আবুল আলী, মোঃ রাশেদুল করিম, হারুন সিকদার, জাহাঙ্গীর আলম, রহিম উল্লাহ, শহিদুল ইসলাম, আব্দুল কাইয়ুম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ##