মিজানুর রহমান মিজান
সারা দেশের মতো টেকনাফ মডেল থানা পুলিশ ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এক সমাবেশের আয়োজন করেছে।
দেশব্যাপী ৬ হাজার ৯১২টি বিট পুলিশিং এলাকায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ।
এর ধারাবাহিকতায় শনিবার ১৭অক্টোবর সকালে টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)হাফিজুর রহমান, টেকনাফ পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী বাবুল, উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি,
টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না।
এছাড়াও সমাবেশে উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে জনগনকে যার যার অবস্থান থেকে সচেতন করার আহ্বান জানান।
দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে বাংলাদেশ পুলিশ।