নিজস্ব সংবাদদাতা::টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির ও টেকনাফ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে টেকনাফ থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব মোঃ হাফিজুর রহমান -এর সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৬অক্টোবর এ সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শিব পদ ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( উখিয়া -টেকনাফ সার্কেল) জনাব শাকিল আহমদ। বিশেষ অতিথি ছিলেন জনাব খোরশেদ আলম (ও সি অপারেশন), টেকনাফ মডেল থানা।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ টেকনাফ শাখার সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার শীল। রুপন ধর এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবু যদু চন্দ্র দাস, ডাঃ অমর দাস, বাবু সনজিত শীল, বাবু ননীগোপাল শীল, বাবু রুবেল দাস বাবু অমল দাশ প্রমুখ।
সংবর্ধিত অতিথি জনাব মোঃ হাফিজুর রহমান কে ক্রেস্ট প্রদান করেন বাবু সজল ধর, বাবু লক্ষ্মণ দাশ। ডেইলপাড়া দুর্গা মন্দিরের পক্ষ থেকে প্রধান অতিথি কে উপহার প্রদান করেন অনিল শীল ও অসীম শীল। সাবরাং পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি কে উপহার প্রদান করেন মিলন শর্মা ও সন্জয় শর্মা।
এছাড়াও বিশেষ অতিথি জনাব খোরশেদ আলম মহোদয় কে উপহার প্রদান করেন বাহার ছড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ অমর দাস।অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দিরের পুরোহিত বাবু শুভ ভট্টাচার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফের ছয়টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।