নিউজ ডেস্ক :: ত্রাণের জন্য সৌদি আরব হতে জেলা প্রশাসকের নিকট ফোনের সুত্রধরে ত্রাণ নিয়ে পাহাড়ি জনপদে ছুটে গেলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা।
২৮ এপ্রিল বিকাল ৩টারদিকে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইফ ত্রাণের পুটলা নিয়ে উপজেলার হ্নীলা মরিচ্যাঘোনা জনৈক প্রবাসীর নীড়ে মা-বাবা ও পরিজনের নিকট এই ত্রাণের বস্তা স্থানান্তর করেন।
উল্লেখ্য, জনৈক সৌদি প্রবাসী বর্তমান বেকার সময়ে পরিবারের দুঃসহ দিন-যাপনের কথা উল্লেখ করে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নিকট প্রেরণ করেন। তিনি দ্রæত পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। তিনি দ্রæত ত্রাণ নিয়ে রমজান মাসে পাহাড়ি টিলায় ৫ পরিবারের জন্য ত্রাণের বস্তা নিয়ে উপস্থিত হন। তখন ত্রাণ নিয়ে ইউএনওর স্বশরীরে উপস্থিতি এই দরিদ্র পরিবারের কেউ বিশ্বাসই করতে পারছিলেন না। চরম দুর্দিনে এই মানবিক সহায়তার জন্য ভূক্তভোগী পরিবার বাংলাদেশ সরকার, জেলা প্রশাসক এবং টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, করোনার এই চরম দুঃসময়ে যেসব পরিবার কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন ; তারাই নির্দ্বিধায় উপজেলা প্রশাসনের নিকট জানাবেন। তাৎক্ষণিক উপজেলা প্রশাসন এসব সহায়তা নিয়ে আপনাদের দুয়ারে উপস্থিত হবেন।
সুত্র::টেকনাফ টুডে