প্রেস বিজ্ঞপ্তিঃটেকনাফ বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুন) বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও উখিয়া টেকনাফের নবম ও দশম জাতীয় সংসদ সদস্য জনাব আব্দুর রহমান বদি সিআইপি।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী।
ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সাইফুল্লাহ কোম্পানীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ সদস্য রশিদ আহম্মদ।
এতে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মওলানা আজিজ উদ্দিন।
বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাছানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম ইমন, সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোছাইন মিরাজ, আমান উল্লাহ আমান, আমির মোহাম্মদ, শাহজাহান, আবু ছিদ্দিক, দিদার চৌধুরী, হাজি নজরুল ইসলাম, ইলিয়াছ মেম্বার, ইউনুছ মেম্বার, সোনালী মেম্বার প্রমুখ।