মিজানুর রহমান মিজান।
টেকনাফে মাদক, জঙ্গি, দূর্নীতি ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল বিকালে টেকনাফ পৌরসভা কার্যালয়ের সামনে এ সভা অনুষ্টিত হয়।
জানা যায়, টেকনাফ পৌরসভার উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী এই সভায় সভাপতিত্ব করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-সার্কেল) নাহিয়ান আদনান তাইয়ান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব সোনা আলী, টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা, চ্যানেল টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি নুপা আলম, পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল্লাহ মনির, পৌর কাউন্সিলর এহেতেশামুল হক বাহাদুর প্রমুখ।
এতে বক্তারা বলেন, ‘মাদকসহ যেকোন অপরাধ নির্মূল করে এই টেকনাফকে সুস্থ, সুন্দর ও পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে হলে সবাই মিলে মাদকসহ যাবতীয় অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে আইন প্রয়োগকারী সংস্থার নিকট সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে ইয়াবাসহ যাবতীয় মাদক এবং অপরাধমুক্ত টেকনাফ উপহার দেওয়া সম্ভব। সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক ও দূর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কোন মাদক কারবারী স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাদের সুযোগ দেওয়া হবে। তারা ২য় দফায় আত্মসমর্পনের সুযোগ পাবেন। সদিচ্ছুকরা এই সুযোগ গ্রহন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। নইতো আইন-শৃংখলা বাহিনীর অভিযানে দম ফেলার সুযোগ পাবেননা’। ##