মিজানুর রহমান মিজানঃ
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নতুন পুরাতন মিলিয়ে শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ ও পার্শ্ববর্তী এলাকায়,টেকনাফ সদর পৌরসভার বিভিন্ন ভাড়াবাসা ফ্ল্যাটবাড়িতে অবস্থান নিয়ে স্বপরিবারে জীবন যাপন করছেন সোয়া লক্ষ বা তার অধিক রোহিঙ্গা।টেকনাফের বিভিন্ন ভাড়াবাসায় অবস্থানরত ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দিতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
এতে ভাড়াটিয়াদের ছবিসহ যাবতীয় তথ্য অবিলম্বে থানায় জমা দিতে বাড়ির মালিকদের প্রতি আহবান জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
শনিবার টেকনাফ পৌর এলাকাসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের মাইকিং করা হয়েছে। এতে বলা হয় উপজলার বিভিন্ন ভাড়া বাসায় রোহিঙ্গাসহ বিভিন্ন অপরাধীরা অবস্থান করছে বলে খবর পাওয়ার প্রেক্ষিতে এধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।গত কয়েকমাস যাবৎ রোহিঙ্গাদের বেপরোয়া ওঅনিয়ন্ত্রিত হয়ে উঠায় এলাকার শান্তি শৃঙ্খলা,সুস্থ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এবং মাদক পাচার,মানব পাচার সন্ত্রাসী জঙ্গি নির্মূল করতে সরকার ও প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার ও আহ্বান জানানো হয়।