ডেইলি টেকনাফ রিপোর্ট ::জীবন জীবিকা উন্নয়নের লক্ষ্যে টেকনাফে শাহপরীর দ্বীপে জেলেদের মাঝে সামুদ্রিক নিরাপত্তা সামগ্রী করা হয়েছে।
সোমবার ২৪ ফেব্রুয়ারী শাহ্ পরীর দ্বীপ ডাঙ্গরপাড়া, মাঝের পাড়া, দক্ষিণ পাড়ার জেলেদের মাঝে ভালনারাবিলিটি টু রেলিজিয়ন (V2R) কক্সবাজার প্রকল্পের উদ্যোগে জেলেদের মাঝে এ”সামুদ্রিক নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যানও টেকনাফ উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম, উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।প্রকল্পের কর্মকর্তা ও টেকনাফ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুুল কবির, আবুল ফয়েজ,এমদাদ উল্লাহ জামাল হোসেন সহ স্থানীয় জেলে ও সাধারণ জনগন।
ডিটি/এমআরএম/মিজান