কক্সবাজার জেলার টেকনাফের ৪নং সাবরাং ইউনিয়নে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তাবলীগ জামায়াতের লোকদেরকে হোম কোয়ারেন্টেইন সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
তাবলীগ জামাত থেকে ফেরা ৪২ জন সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়া, কুয়াইনছড়ি পাড়া,দক্ষিন নয়া পাড়া, আলীর ডেইল এলাকায় গিয়ে এ জনসচেতনা কার্যক্রম ও কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়।এছাড়া টেকনাফ সদর পল্লান পাড়াও এ কার্যক্রম পরিচালনা করার খবর পাওয়া যায়।
জামাত ফেরতদের মধ্যে মুন্সিগঞ্জ থেকে কিছু সাথী বুধবার সকালে এবং ঢাকা নারায়ণগঞ্জ থেকে ৩ এপ্রিল বিকেলে ও অন্য একটি গ্রুপ গত ২২ মার্চ এলাকায় ফিরে আসে।
জানা যায় – তাবলীগ ফেরত এ লোকজন কেউ কেউ বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে এলাকায় প্রবেশ করে।
বুধবার ৮ এপ্রিল সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত সাবরাং ইউনিয়নে উল্লেখিত এলাকায় আগত তাবলীগ জামাত থেকে ফিরে আসা সদস্যদের হোমকোয়ারেন্টেইন নিশ্চিত ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেন টেকনাফের সম্মিলিত প্রশাসন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আবুল মনসুর,সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোসেন বিএ।টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্র শীল, নৌবাহিনী দায়িত্বরত কন্টিজেন কমান্ডার লে:তৌকির আহমদ,টেকনাফ মডেল থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক প্রমূখ।
চলতি কয়েকদিনে সারাদেশে করোনার বিস্তার তুলনামূলকভাবে বেড়ে যাওয়ায় জনগনের স্বাস্থ্য ঝুঁকি কমানোর লক্ষ্যে করোনা ভাইরাস বিস্তার রোধে কক্সবাজার জেলাকে লকডউন ঘোষনা করেন জেলা প্রশাসন।তারই ধারাবাহিকতায় টেকনাফে সাবরাং ইউনিয়নে এলাকার বাহির থেকে আসা লোকদের এই হোম কোয়ারেন্টেইন নিশ্চিত করা হয়।
এসময় উপস্থিত কর্মকর্তাবৃন্দরা জনসচেতনতার লক্ষ্যে বলেন আমরা মাঠে আছি,আপনাদের সকল চাহিদা আমরা ঘরেই পৌঁছে দেব। আপনারা ঘরে থাকুন,সরকার ও স্থানিয় প্রশাসনের নির্দেশনা’সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলুন,সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবার ও পাড়া প্রতিবেশীকে সুস্থ রাখুন।করোনা মোকাবেলায় সরকারের প্রতিটি পদক্ষেপে সহযোগিতা করুন।
ডিটি/এমআরএম/মিজান