মিজানুর রহমান মিজান
টেকনাফে ৪নং সাবরাং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নিম্ন আয়ের হতদরিদ্র পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করেন ইউনিয়ন চেয়ারম্যান নুর হোসেন বিএ।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে টেকনাফ উপজেলা প্রশাসন কতৃক উপজেলায় ৩ হাজারের ও বেশি জীবিকা হারানো নিম্মআয়ের দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হাতে নিয়েছে।
সে লক্ষ্যে সোমবার ৩০ মার্চ ২০২০ সকাল ১১টায় সাবরাং ইউনিয়ন পরিষদে”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে সাবরাং-শাহপরীর দ্বীপসহ ইউনিয়নের প্রায় ৫৫০ জন দুস্থ পরিবারের মাঝে এ চাল সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা সমাজের কেউ না খেয়ে থাকবেনা,প্রধানমন্ত্রীর ঘোষনা বিদ্যুৎ বিল,কিস্তির টাকা পরিশোধ করতে হবেনা,প্রধানমন্ত্রীর ঘোষনা অসুস্থদের চিকিৎসা করা হবে, ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়া হবে এরই প্রেক্ষিতে করোনা ভাইরাস প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক সাবরাং ইউনিয়নের ৫৫০ জন দুস্থ পরিবার মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ শরীফ,সদস্যা শাহেনা বেগম, ছিদ্দিক আহমদ মেম্বার,সাংবাদিক,রাজনেতিক নেতৃবৃন্দ গ্রাম পুলিশগণ ও স্থানীয় সাধারণ জনসাধারণ।
সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরে আবস্থান করে সরকার ও স্থানিয় প্রশাসনের নির্দেশনা ও ডাক্তারের স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা মোকাবেলা করবার আহ্বান করেন নুর হোসেন চেয়ারম্যান বিএ।