মিজানুর রহমান মিজান । সাবরাং টেকনাফ।
টেকনাফে সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোসেন বি এ শারীরিকভাবে অসুস্থ,সাবরাংবাসী’সহ তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।তিনি বর্তমানে সাবরাং নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
এক বার্তায় সুস্থতার জন্য তিনি সাবরাংবাসী’সহ সকলের কাছে মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনার আরজ জানান।
তিনি জানান আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবার জনগনের মাঝে ফিরে আসবেন।চলমান করোনা সংকটে সাবরাংবাসীকে সচেতনতা ও ধৈর্যের সাথে নিজ ঘরে অবস্থান করে সরকারের সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
মহান আল্লাহ এই সংকটকাল অচিরেই কাটিয়ে আবার সুন্দর সুস্থ বাংলাদেশ উপহার দেবেন এবং মানবজাতিকে বিপদমুক্ত করবেন এ আশা ব্যক্ত করেন নুর হোসেন চেয়ারম্যান বিএ।