মিজানুর রহমান মিজান
টেকনাফে সাবরাং মন্ডলপাড়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ১ম ম্যাচ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
যে মুখে বলি মা”সে মুখে মাদক না”এ স্লোগানকে সামনে রেখে ক্রীড়া ও খেলা ধুলায় যুব সমাজকে উদ্ভোদ্ধ করতে উৎসবমূখর পরিবেশে দর্শকের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এ খেলায় অংশ নেন CR7এসোসিয়েশন সেন্টমার্টিন বনাম টেকনাফ সদর কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব।
সোমবার ৮মার্চ বিকেলে সাবরাং মন্ডলপাড়া ফুটবল খেলার মাঠে বিপুল দর্শকের উপস্থিতিতে সফলভাবে এ ম্যাচ সম্পন্ন হয়।এ ম্যাচে শক্তিশালী সেন্টমার্টিনকে ১-২গোলে হারিয়ে বিজয়ী হয় কলেজপাড়া স্পোর্টিং ক্লাব।এর মধ্য দিয়ে সেমিফাইনাল এর টিকেট নিশ্চিত করলো কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব।
উত্তেজনাপূর্ণ আজকের খেলায়
ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন কলেজপাড়া স্পোর্টিং ক্লাবের জুনাইদ।সঠিক ভবিষ্যৎ বাণী নুরুল হক জুয়েল বিজয়ী হলে তার জন্য কালকের ম্যাচ মাঠে বসে খেলা দেখার সুবর্ণ সুযোগ রয়েছে।
আগামীকাল কোয়ার্টার ফাইনালের ২য় দিনের খেলায় অংশ নেবে নাফ ষ্টেশন ক্লাব টেকনাফ পৌর কে.কে পাড়া- বনাম-সাবরাং মগপাড়াস্থ বাজার পাড়া স্পোর্টিং ক্লাব।উক্ত ঝমজমাট খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানান মন্ডলপাড়া যুবসমাজ ও টুর্নামেন্ট পরিচালনা কমিটি।