ডেইলি টেকনাফ সংবাদদাতা::
টেকনাফে সাবরাং মন্ডল পাড়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৪র্থ ম্যাচ সফলভাবে উৎসবমূর পরিবেশে সম্পন্ন হয়েছে। ইউনিয়নের চান্দলী পাড়া স্পোর্টিং ক্লাব বনাম বাজার পাড়া স্পোর্টিং ক্লাবের মধ্যবর্তী আজকের খেলায় ০-১ গোলে বাজার পাড়া বিজয়ী হয়ছে।
বুধবার ২৬ফেব্রুয়ারী বিকেলে মন্ডলপাড়া ফুটবল খেলার মাঠের গ্যালারীতে ছিলো বিপুল দর্শকের উপস্থিতি।উত্তেজনাপূর্ণ আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে বাজার পাড়া স্পোর্টিং ক্লাব এর রব্বুল।
আগামীকাল ১ম রাউন্ড এর ৫ম ম্যাচে বৃহত্তর সাবরাং নয়াপাড়া বনাম নতুন পল্লান পাড়া ফুটবল একাডেমী অংশনেবে।ক্রীড়া সবাইকে আগামী কালের খেলা দেখার জন্য আমন্ত্রণ জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা।