মিজানুর রহমান মিজান।
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলাস্থ হ্নীলায় মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সারা দেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে উক্ত র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক রবিউল হাছানের পরিচালনায় র্যালী শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ মে বিকালে ৫টায় হ্নীলা স্টেশনের উত্তর পার্শের অবস্থিত জামে মসজিদ প্রাঙ্গণ হতে র্যালীটি বের হয়ে হ্নীলা ষ্টেশনের সড়ক সমূহ প্রদক্ষিণ করে শেষে চৌরাস্থার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যামে কর্মসূচি শেষ করে।
উপজেলা সভাপতি আবদুর রহমান আরেফীর নেতৃত্বে হ্নীলা বাস ষ্টেশন চত্বরে অনুষ্ঠিত র্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুফতি ওমর ফারুক। বিশিষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল খালেক নিজামী।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টেকনাফ উপজেলা শাখার অর্থ সম্পাদক মাও জসিম উদ্দীন, হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি আফছার কামাল, প্রচার সম্পাদক মিনহাজুল আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘মাহে রমজান হচ্ছে রহমত, বরকত ও মাগফেরাতের মাস।সিয়াম সাধনার মাধ্যমে বান্দার আত্মশুদ্ধির এই মাস আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহের। এই মাসের পবিত্র রক্ষা করা সকলের ঈমানী, আমলী ও নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য ক্রয় ক্ষমতার ভিতর রাখতে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। দিনের বেলায় হোটেল রেস্তোঁরা বন্ধ রাখার পাশাপাশি সকল প্রকার ধর্ম বিরুধী অনৈতিক ও অসামাজিক কর্মকান্ড বন্ধ রাখতে হবে’। মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল জনগনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।