নুরুল হোসাইন,টেকনাফ:
টেকনাফে উপজেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন উপলক্ষে মাল্টিমিডিয়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন উপস্থিত হয়ে এসব সরঞ্জামাদি বিতরণ করেন।সরঞ্জামাদির মধ্য রয়েছে টিভি,ল্যাপটপ। এর আগে নব-নির্মিত উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। ৩জুন সোমবার সন্ধ্যায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে জাইকার অর্থায়নে মাল্টিমিডিয়া ক্লাস রুম স্থাপন ও পাঠদান উপলক্ষ্যে সরঞ্জাম বিতরণেরর সময় এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে ও উপজেলার একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবছারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি নুরুল আলম,টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ, পৌর মেয়র হাজী মোঃ ইসলাম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি।
উপস্থিত ছিলেন জাইকার অর্থায়নের মাল্টিমিডিয়া সরঞ্জামের ঠিকাদার ও টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক নুরুল হোসাইন।উপজেলার মাধ্যমিক শিক্ষায় সরকারের অবদান নিয়ে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোস্তফা কামাল।